User
Titodutta/sandbox2
< User:Titodutta
চাঁদ কেন আসে না আমার ঘরে সে অভিমানিনী আজও তো বলেনি অভিমানিনী আজও তো বলেনি আসবে কিনা সে ফিরে
আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে শুধু তোমায় ভালবেসে আমার দিনগুলো সব রঙ চিনেছে তোমার কাছে এসে শুধু তোমায় ভালবেসে
বুঝবে না কেউ বুঝবে না কি যে মনের ব্যথা অন্ধ খনির অন্তরে থাকে যে সোনা সবাই জানে তারই কথা বুঝবে না
আষাঢ় শ্রাবণ মানে না তো মন ঝর ঝর ঝর ঝর ঝরেছে তোমাকে আমার মনে পড়েছে তোমাকে আমার মনে পড়েছে
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে চুকিয়ে দেব বেচা কেনা মিটিয়ে দেব গো মিটিয়ে দেব লেনা দেনা বন্ধ হবে আনাগোনা এই হাটে তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চেয়ে চেয়ে নাই বা আমায় ডাকলে
দিনের শেষে ঘুমের দেশে ঘোমটাপরা ওই ছায়া ভুলালো রে ভুলালো মোর প্রাণ ও পারেতে সোনার কূলে আঁধারমূলে কোন মায়া গেয়ে গেল কাজ-ভাঙানো গান
যেতে যেতে পথে হল দেরি তাই তো পারিনি যেতে পারিনি যেতে পারিনি যেতে পারিনি ভুল বুঝে তুমি চলে গেছ দূরে ক্ষমা পাব আশা ছাড়িনি আশা ছাড়িনি আশা ছাড়িনি
তুমি কত যে দূরে কোথা যে হারিয়ে গেলে আমার জীবন হতে ঠিকানা নেই বলো খুঁজি কোথায়
সাক্ষী থাকুক ঝরা পাতা আকাশ বাতাস সাক্ষী থাকুক সাক্ষী থাকুক বনলতা সুন্দর এই ইচ্ছে ওরা পাথরের বুকে লিখে রাখুক সাক্ষী থাকুক ঝরা পাতা আকাশ বাতাস সাক্ষী থাকুক সাক্ষী থাকুক বনলতা
এই বালুকাবেলায় আমি লিখেছিনু একটি সে নাম আমি লিখেছিনু আজ সাগরের ঢেউ দিয়ে তারে যেন মুছিয়া দিলাম কেন তবু বারে বার ভুলে যাই আজ মোর কিছু নাই ভুলের বালুচরে যে বাসর বাঁধা হল জানি তার নেই কোন দাম আজ সাগরের ঢেউ দিয়ে সবকিছু মুছিয়া দিলাম
আশা ছিল ভালোবাসা ছিল আজ আশা নেই ভালোবাসা নেই এই সেই কৃষ্ণচূড়া যার তলে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হাত কথা যেত হারিয়ে আজ এখানে আমার আশার সমাধি ব্যথা জানাবার ভাষা নেই আশা নেই ভালোবাসা নেই
শাওন রাতে যদি স্মরণে আসে মোরে বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে ভুলিও স্মৃতি মম নিশিথ স্বপন সম আঁচলের গাথা মালা ফেলিও পথ পরে বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে শাওন রাতে যদি
কী আশায় বাঁধি খেলাঘর বেদনার বালুচরে নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিশিদিন খেলা করে বেদনার বালুচরে
আজ দু'জনার দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেঁকে তোমার ও পথ আলোয় ভরানো জানি আমার এ পথ আঁধারে আছে যে ঢেকে
মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে মনে পড়ে যায় মনে পড়ে যায় মনে পড়ে যায় সেই প্রথম দেখার স্মৃতি মনে পড়ে যায় সেই হৃদয় দেবার তিথি দুজনার দুটি পথ মিশে গেল এক হয়ে নতুন পথের বাঁকে
যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে জানি নাই তো তুমি এলে আমার ঘরে সবচেয়ে হয়ে গেল কালো নিভে গেল দীপের আলো আকাশ পানে হাত বাড়ালে কাহারো তরে জানি নাই তো তুমি এলে আমার ঘরে
তুমি রবে নীরবে হৃদয়ে মম নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম তুমি রবে নীরবে মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে গৌরবে নিশীথিনী সম