User
Titodutta/sandbox2
< User:Titodutta
যেতে যেতে পথে হল দেরি তাই তো পারিনি যেতে পারিনি যেতে পারিনি যেতে পারিনি ভুল বুঝে তুমি চলে গেছ দূরে ক্ষমা পাব আশা ছাড়িনি আশা ছাড়িনি আশা ছাড়িনি
তুমি কত যে দূরে কোথা যে হারিয়ে গেলে আমার জীবন হতে ঠিকানা নেই বলো খুঁজি কোথায়
সাক্ষী থাকুক ঝরা পাতা আকাশ বাতাস সাক্ষী থাকুক সাক্ষী থাকুক বনলতা সুন্দর এই ইচ্ছে ওরা পাথরের বুকে লিখে রাখুক সাক্ষী থাকুক ঝরা পাতা আকাশ বাতাস সাক্ষী থাকুক সাক্ষী থাকুক বনলতা
এই বালুকাবেলায় আমি লিখেছিনু একটি সে নাম আমি লিখেছিনু আজ সাগরের ঢেউ দিয়ে তারে যেন মুছিয়া দিলাম কেন তবু বারে বার ভুলে যাই আজ মোর কিছু নাই ভুলের বালুচরে যে বাসর বাঁধা হল জানি তার নেই কোন দাম আজ সাগরের ঢেউ দিয়ে সবকিছু মুছিয়া দিলাম
আশা ছিল ভালোবাসা ছিল আজ আশা নেই ভালোবাসা নেই এই সেই কৃষ্ণচূড়া যার তলে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হাত কথা যেত হারিয়ে আজ এখানে আমার আশার সমাধি ব্যথা জানাবার ভাষা নেই আশা নেই ভালোবাসা নেই
শাওন রাতে যদি স্মরণে আসে মোরে বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে ভুলিও স্মৃতি মম নিশিথ স্বপন সম আঁচলের গাথা মালা ফেলিও পথ পরে বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে শাওন রাতে যদি
কী আশায় বাঁধি খেলাঘর বেদনার বালুচরে নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিশিদিন খেলা করে বেদনার বালুচরে
আজ দু'জনার দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেঁকে তোমার ও পথ আলোয় ভরানো জানি আমার এ পথ আঁধারে আছে যে ঢেকে
মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে মনে পড়ে যায় মনে পড়ে যায় মনে পড়ে যায় সেই প্রথম দেখার স্মৃতি মনে পড়ে যায় সেই হৃদয় দেবার তিথি দুজনার দুটি পথ মিশে গেল এক হয়ে নতুন পথের বাঁকে
যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে জানি নাই তো তুমি এলে আমার ঘরে সবচেয়ে হয়ে গেল কালো নিভে গেল দীপের আলো আকাশ পানে হাত বাড়ালে কাহারো তরে জানি নাই তো তুমি এলে আমার ঘরে
তুমি রবে নীরবে হৃদয়ে মম নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম তুমি রবে নীরবে মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে গৌরবে নিশীথিনী সম